patrika71
ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার
এপ্রিল ১৫, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার উপজেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (১৫ই এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ, নবায়ন ও ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম আবুল। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার।

ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য ইঞ্জিঃ মোঃ জহিরুল ইসলাম ইসহাক, এডভোকেট মোঃ আফরোজ হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে ইউনিটের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যবৃন্দের সদস্যপদ নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর শতাধিক অসহায় মানুষের মাঝে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ