ডোমারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ /
ডোমারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা, ইফতার বিতরণ কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল) বিকাল ৫টায় ডোমার ডাকবাংলো মাঠে সংকল্প রক্তের বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন। এতে সভাপতিত্ব করেন—সংকল্প রক্তের বন্ধনের সভাপতি মোঃ সিহাব হাচান শাসন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান সোহাগ, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের প্রভাষক তপু রায়, বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের রংপুর জেলা সভাপতি এটিএম জুয়েল আক্তার সরকার, সংকল্প রক্তের বন্ধনের সহ-সভাপতি মোঃ মোজাফফর হোসেন সোহেল, দপ্তর সম্পাদক আজমির রহমান রিশাদ, ব্লাড ব্যাংক জোড়াবাড়ীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।

এর আগে, ডোমার শহরের শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

পত্রিকা একাত্তর/রিশাদ