প্রধানমন্ত্রী উপহারের চাল পেয়েছেন সাড়ে ৬ হাজার পরিবার


জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় : ১৪/০৪/২০২৩, ১:২৯ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রী উপহারের চাল পেয়েছেন সাড়ে ৬ হাজার পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

পৌর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের সাবেক হ্যাপি সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে চালের ব্যাগ তুলে দেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. আলাউদ্দিন। আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগরসহ প্রমুখ। পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫ টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। আজকে এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামি দুই দিন এ কার্যক্রম চলবে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এটি নিন্ম আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তার পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে। এদিকে আজ সকালে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে অসহায়দের মাঝে ৩ হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা মো:পুর থানার আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ