বটিয়াঘাটা উপজেলার গজালমারী, শান্তি নগর ও নব জলমা এলাকায় বটিয়াঘাটা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
রবিবার রাত সাড়ে দশটার দিকে থানার এস আই এমদাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান কালে ঐ এলাকার মাদক বিক্রেতা সুবল শীলের পুত্র সমীর শীল ও দিদার শেখের পুত্র জাকারিয়া ইসলাম জাকার কে পঞ্চাশ গ্রাম গাজা সহ পুলিশ হাতে নাতে আটক করে।
ধৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় উনিশের (ক) ধারায় মাদক দ্রব্য আইন দুই হাজার আঠারোতে এস আই এমদাদ হোসেন বাদী হয়ে একটি মামলা রুজু করে।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম
আপনার মতামত লিখুন :