লক্ষ্মীপুরে সার ও বীজ পেলো সাড়ে ৪ হাজার কৃষক


জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় : ১৩/০৪/২০২৩, ২:২৫ অপরাহ্ণ /
লক্ষ্মীপুরে সার ও বীজ পেলো সাড়ে ৪ হাজার কৃষক

২০২২-২৩ অর্থ বছরে খরিপ ১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যেগে ৪৫০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে উপশী ধান, ১০ কেজি করে ২০ কেজি ড্যাব ও এমওপি সার ১ বিঘা জমি চাষের জন্যে বিতরন করা হয়।

আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিজ ও সার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাউদ্দিন টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমাদের প্রধানমন্ত্রী উনার বাস ভবনে এবং গোপালগঞ্জেও পেয়াজ রসুন সহ নানা জাতের সবজি উৎপাদন করেছেন।এর মাধ্যমে তিনি সকলকে উৎসাহ দিচ্ছেন। এতেই বুঝা যায় আমাদের প্রধানমন্ত্রী কৃষিবান্ধব সরকার।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ