পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা বাংলাদেশে হতদরিদ্র ও অসহায় মানুষদের ১০ কেজি করে ‘ভিজিএফ’ এর চাল বিতরনের কর্মসূচি ঘোষণা করা হয়। সে ধারাবাহিকতায় আজ ১২ এপ্রিল সকাল ৯ ঘটিকায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৫৩ হাজার পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলার ইউএনও।
এতে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলার ইউএনও এবং চেয়ারম্যানবৃন্দ।
নদীবেষ্টিত উপকূলীয় অঞ্চল এই রামগতি উপজেলা। এই অজপাড়া এলাকার বেশিরভাগ মানুষ ই অসহায় দরিদ্র।তারা ঈদ উপহার পেয়ে বেজায় খুশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সুবিধাভোগী বলেন, প্রধানমন্ত্রীর উপরহার পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ প্রধানমন্ত্রীকে ভালো রাখুক।
পত্রিকা একত্তর/ তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :