সরিষাবাড়ী থানা কর্তৃক ভাটারা এলাকা হইতে চাঁদাবাজ গ্রেফতার


উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী প্রকাশের সময় : ১২/০৪/২০২৩, ১১:০২ অপরাহ্ণ /
সরিষাবাড়ী থানা কর্তৃক ভাটারা এলাকা হইতে চাঁদাবাজ গ্রেফতার

আজ ১২ এপ্রিল ২০২৩ খ্রি. ইং সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভাটারা এলাকা হইতে চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে।

সরিষাবাড়ী থানাধীন ভাটারা হইতে মাদারগঞ্জ কালিবাড়ী ভূ-গর্ভস্থ ইন্টারনেট সংযোগের কাজ বন্ধ করিয়া চাঁদা দাবির চেষ্টাকালে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সংবাদ পাইয়া সরিষাবাড়ী থানা পুলিশ ভাটারা এলাকা হইতে চাঁদাবাজ ১। মোঃ এরশাদ মিয়া (৩৫) কে আটক করেন।

পরবর্তীতে ভিকটিম মোঃ বাদশা মিয়া(৩৫) বাদী হইয়া সরিষাবাড়ী থানায় এজাহার দায়ের করিলে সরিষাবাড়ী থানায় উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা রুজ করা হয়। মামলা রুজু পূর্ব ধৃত আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন