লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়ে মারা গেছে তিন মাসের কন্যা শিশু সামিয়া।
বুধবার দুপুর দেড়টায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড দেলু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
সরজমিন গিয়ে জানা গেছে, চর৷ লরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গৃহবধূ নুপুর তাঁর বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো.শাকিল গৃহবধূকে বাঁধা দেন। এতে স্বামী- স্ত্রীর উভয়ের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। এক পর্যায়ে শাকিল তাঁর শিশু কন্যাটিকে স্ত্রীর কোল থেকে কেঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারে। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
শিশু শামিয়ার দাদি হালিমা বেগম জানান, পুত্রবধু তার বাবার বাড়িতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে পুত্রবধু আর ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার ছেলে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাতনি শামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা গৃহবধূ নুপুর গাঁ ঢাকা দিলেও ঘাতক (পিতা) শাকিলকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পিতা শাকিলকে আটক করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :