সাংবাদিকদের সাথে ভূমিহীন সংগঠনের মতবিনিময় সভা


উপজেলা প্রতিনিধি, হরিপুর প্রকাশের সময় : ১২/০৪/২০২৩, ৭:৪০ অপরাহ্ণ /
সাংবাদিকদের সাথে ভূমিহীন সংগঠনের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় খাস জমি বন্দোবস্ত এবং বাজারে খাদ্য দ্রব্য মূল্যের উর্ধগতি মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সাড়ে ১১ টায় হরিপুর আদর্শ মহাবিদ্যালয়ে ভূমিহীন সমন্বয় ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভূমিহীন সমন্বয় জনসংগঠনের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সাবেক ইউপি চেয়ারম্যান মোমিনুল হক, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ, সাংবদিক আবুসালেহ মুসা, সুজন, ভূমিহীন সংগঠনের সম্পাদক আব্দুল কাদের, সদস্য রাবেয়া খাতুন প্রমুখ।

মতবিনিময় শেষে ভূমিহীন নেতারা ১৩ দফা দাবী সম্মিলিত একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হকের নিকট প্রদান করেন।

পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ