ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাঁচ লাখ টাকা ব্যায়ে একটি মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
মঙ্গলবার বিকেলে উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী জামে মসজিদে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দিন কাল্ঠু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আকালু ডংগা, মসজিদ কমিটির সদস্যরা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ
আপনার মতামত লিখুন :