শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, ওসি তদন্ত আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এমএ. হাকাম হীরা, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ- সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সহ- সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, কল্যাণ সম্পাদক এম. সুরুজ্জামান, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য এম এ উজ্জ্বল সহ, অন্যান্য সংবাদকর্মী ও সুধীজন।
ইফতারের আগ মুহূর্তে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আল হেলাল। পরে আজান হলে সকলে একসাথে ইফতার করা হয়।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :