শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কৃষিবিদ আলমগীর কবিরকে হুমকির প্রতিবাদে এবং স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীবৃন্দের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন ও র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এসময় উপজেলার কৃষি অফিসারকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া কৃষক-কৃষাণীবৃন্দ।
উল্লেখ্য, দফায় দফায় সতর্ক করার পরও অনুমোদনহীন কীটনাশক (মাইক্রোভিট ৮০ ডব্লিউ পি.) বিক্রির অপরাধে ভেজালবিরোধী অভিযানে মেসার্স সাহা ট্রেডার্সকে গত ৩০ মার্চ শোকজ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর। পরে বিষয়টি সমাধানে অনৈতিক প্রস্তাবসহ নানা কৌশলে ব্যর্থ হলে পরিবেশক এর পক্ষে রাজিব এগ্রো ক্যামিকেলস এর সিইও আবদুস সালাম উপজেলা কৃষি কর্মকর্তাকে মোবাইল ফোনে গত ৩ এপ্রিল বদলির হুমকী দেন বলে অভিযোগ রয়েছে। ৪ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের রাঙামাটি জেলার বরকল উপজেলায় তাৎক্ষণিক বদলির আদেশ হয়। এ নিয়ে স্থানীয় কৃষক থেকে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
হুমকি ও বদলির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘কৃষকের স্বার্থে অভিযোগের প্রেক্ষিতেই অভিযান করেছিলাম। তবে অভিযানের পর বিভিন্ন মহল থেকেই চাপ সৃষ্টি করা হয় এবং আমাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যেহেতু সরকারি চাকরি করি, আমাদের বদলি হওয়া স্বাভাবিক। ডিপার্টমেন্টের যেকোনো সিদ্ধান্তও মেনে নেব।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :