‘পাশে থাকা ফাউন্ডেশন’ নামক প্রতারক সংগঠনের চেয়ারম্যানসহ গ্রেফতার ২


জেলা প্রতিনিধি, ঢাকা প্রকাশের সময় : ১০/০৪/২০২৩, ৭:১১ অপরাহ্ণ /
‘পাশে থাকা ফাউন্ডেশন’ নামক প্রতারক সংগঠনের চেয়ারম্যানসহ গ্রেফতার ২

রবিবার (৯ এপ্রিল) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ‘পাশে থাকা ফাউন্ডেশন’ নামক একটি ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান (২৬) ও তার অন্যতম সহযোগী সুরমা আক্তার ইশা (২০) কে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ৫০টি প্রতারনার বাজার কার্ড, দুইটি খাদ্য তালিকার কার্ড ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষদের টার্গেট করে উক্ত ফাউন্ডেশনের সদস্য করত। উক্ত সংগঠনের সদস্য হলে তাদেরকে প্রতি মাসে তিনবার ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি ৬০০/- (ছয়শত) টাকা ন্যায্য মূল্যে দিবে বলে প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে যেত।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন হতে সাধারণ মানুষের সাথে এধরনের প্রতারণা করে আসছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে আনুমানিক ১১,০০০ (এগার হাজার) সদস্য করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

পত্রিকা একাত্তর/ আল-আমিন