আজ ঐতিহাসিক বদর দিবস। আজ ১৭ ই রমজান(রবিবার) বিকেল থেকে ঐতিহাসিক বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
উক্ত আলোচনা সভা লক্ষ্মীপুর শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সেক্রেটারি এইচ.এম তানভীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন এবং প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
এতে প্রধান অতিথি মাওলানা মহিউদ্দিন তাঁর বক্তব্য বলেন,আজকের এই দিনে ঐতিহাসিক বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিলো।ঐতিহাসিক স্পেন বিজয় , মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু বিজয়ের মাধ্যমে এ ভারত উপমহাদেশে ইসলামের প্রতাকা উড্ডীন হয়েছিলো, সালাউদ্দিন জঙ্গির মাধ্যমে সেই ফিলিস্তিননের বাইতুল মোকাদ্দাস কে পুনরায় বিজয় করা হয়েছিলো এই পবিত্র মাহে রমজানের মাসে।ঐতিহাসিক বিবেচনায় এবং আধ্যাতিক বিবেচনায় এ রমজান হলো বিজয়ের মাস,শক্তি অর্জনের মাস। মাহে রমজান হলো পৃথিবীরতে কালিমার পতাকা কে উড্ডীন করার মাস। পবিত্র মাহে রমজান হলো পৃথিবী থেকে তাগুত কে উৎক্ষাত করে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার মাস। কেয়ামত পর্যন্ত বদরের সাহাবাদের উত্তরসূরী থাকবে আবার কাফেরদেরও উত্তরসূরী থাকবে। আমরা বায়াত গ্রহণ করেছি, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আমরা রাসূল স. এর আদর্শ লালন করে আল্লাহর জমীনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য বদরী যোদ্ধাদের মতো শক্ত ইমান নিয়ে লড়ায় করে যাবো।
তিনি আরো বলেন, খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে। প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে থাকলে সাধারণ শান্তিপ্রিয় মানুষ অশান্ত হয়ে উঠবে।রমজান মাস এক বরকত ময় মাস। এ মাস সকল অন্যায় অত্যাচার, অবিচার থেকে মানুষকে দূরে থাকার বার্তা দেয়। এ মাসে বদর যুদ্ধ হয়েছিল। আমাদেরকে বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ