পথচারীদের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৯/০৪/২০২৩, ২:৩৬ অপরাহ্ণ /
পথচারীদের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ

রংপুরের গঙ্গাচড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্রদের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি এখলাছ উদ্দিন লিখনের উদ্যোগে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে ভ্যান, অটোরিকশা চালক, দিনমজুর, ভিক্ষুকসহ প্রায় ৫ শতাধীক দরিদ্রর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

সম্পাদকমন্ডলীসহ সকল সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুর রহমান, যুগ্নসাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি মাজহারুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের যুগ্নআহবায়ক জমিদার রহমান টাইগার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সফিয়ার রহমানসহ আওমীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরেই গঙ্গাচড়া বাজারের চতুর দিকে ঘুরে দরিদ্রদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহসভাপতি সোহেল আরমান যুগ্নসাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সুজন, মজিদুল ইসলাম বুলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী স্বপন, হাবিবুর রহমান জুয়েল। তাদের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য সদস্য এবং ইউনিয়নের সভাপতি ও সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দ ইফতার পূর্ববর্তী মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করেন।

পত্রিকা একাত্তর/ সানজিম মিয়া