ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩, ১১:২৯ অপরাহ্ণ /
ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গাঁজাসহ শাহিনুর রহমান ঠান্ডু (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‍্যাব জানায়,শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর বাজারস্থ হরিণাকুণ্ডু-ঝিনাইদহ রোডে চেকপোষ্ট বসিয়ে বিশেষ অভিযান চলিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান ঠান্টু কুষ্টিয়া জেলার ইবি থানার পিয়ারপুর গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৩কেজি গাজা, ১টি মোবাইল , ২টি সিমকার্ড, নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান