patrika71
ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নামাজ পড়তে গেলে দুই দোকানের তালা কেটে নগদ ৫০ হাজার টাকা লুট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
এপ্রিল ৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে দিনে দুপুরে ২ টি দোকানের তালা কেটে প্রায় ৫০ হাজার টাকাসহ মোবাইল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।

শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজের সময় দুপুর আনুমানিক দেড়টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়খাতা বাজারের চৌরাঙ্গীমোড় এলাকায় মতিয়ার রহমানের ফ্লেক্সিলোড, ইলেক্ট্রনিক্স ও মোবাইলের দোকান এবং আজাহার আলীর গলামালের দোকান পাশাপাশি হওয়ায় শুক্রবার দুই দোকানের বিক্রেতারা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে দোকান বন্ধ করেন।

সকাল থেকে দোকান খোলা ছিলো। নামাজ শুরুর কিছুক্ষণ আগে দুটি দোকানই বন্ধ করে তালা লাগিয়ে বিক্রেতারা নামাজে যান। নামাজ শেষ করে এসে দেখেন দোকানের তালা কেটে মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে চলে গিয়েছে।

ফ্লেক্সিলোড, ইলেক্ট্রনিক্স ও মোবাইলের দোকানদার মতিয়ার রহমান বলেন, আমি বাড়ির কাজে ব্যস্ত থাকায় আমার ছেলে দোকান খুলেছিল। নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে গিয়েছিল। নামাজ শেষে এসে দেখে মোবাইলসহ টাকা-পয়সা চুরি হয়ে গেছে।

গলামালের দোকানদার আজাহার আলী বলেন, নামাজের আগে বন্ধ করলাম! নামাজ শেষে এসে দেখি দুইটা দোকানেরই তালা কাটা। চোর আমাদের দুই দোকানের ক্যাশবাক্সের নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং মোবাইল চুরি করে নিয়ে গেছে।

পাশের দোকানী মফিজুল ইসলাম বলেন, দুইটা দোকান সকাল থেকেই খোলা ছিল। মাত্র আঁধা ঘন্টার ব্যবধানে দুই দোকানে চুরি হয়ে গেল।

মতিয়ার রহমানের ফ্লেক্সিলোড, ইলেক্ট্রনিক্স ও মোবাইলের দোকানে এর আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বড়খাতা হাট ও বাজার কমিটির সদস্য আহসান হাবীব লাভলু বলেন, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। চুরি ঠেকাতে এবং চোর শনাক্তের জন্য বাজারের ছোট-বড় সব দোকানেই সিসি ক্যামেরা লাগানোর জন্য বলা হয়েছে।

পত্রিকা একত্তর/ লুৎফর রহমান