বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা এলাকায় মশার উপদ্রব ঠেকাতে ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু করা হয়েছে।
পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২লাখ টাকা ব্যয়ে ৯টি ওয়ার্ডে মশা নিধনে পর্যায়ক্রমে ৯দিন স্প্রে কার্যক্রম করা হবে। ৮নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় মশা মারতে নিজেই মাঠে নামেন মেয়র।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় আব্দুল হাকিম, আনছার আলী, বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আনিছুর রহমান স্থানীয়দের উদ্দেশে বলেন, মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। চিরুনি অভিযান চালানো হবে। শহর-বাজারের দোকান, বাড়ি বা স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবার সহ নিজে সুরক্ষিত থাকুন, প্রতিবেশিকেও সুরক্ষিত রাখুন।
পত্রিকা একাত্তর/ আব্দুল আহাদ
আপনার মতামত লিখুন :