নোয়াখালী কোম্পানীগঞ্জে দুই ভিক্ষুকে অটোরিকশা ও সেলাই মেশিন উপহার দিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।
৬ এপ্রিল (বৃস্পতিবার) দুপুরে ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর হত দরিদ্র,ভূমিহীন ও ভিক্ষুক সালেহাকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা এবং বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ড এর হত দরিদ্র ও ভিক্ষুক নুর জাহান বেগমকে একটি সেলাই মেশিন ও উপকরণসহ উপহার দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ অটোরিকশা ও সেলাই মেশিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় ইউএনও ভিক্ষুকদের বলেন,আপনারা আর ভিক্ষা করবেন না।কাজ করে খাবেন।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ