দূর্নীতিতে জিরো টলারেন্স অবলম্বন করবো: নবাগত জেলা প্রশাসক


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ০৬/০৪/২০২৩, ৩:১৬ অপরাহ্ণ /
দূর্নীতিতে জিরো টলারেন্স অবলম্বন করবো: নবাগত জেলা প্রশাসক

দূর্নীতিকে আমি ঘৃনা করি। দূর্নীতিতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। অন্যায়ের সাথে আপোস করবোনা। নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নড়াইল জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচতি সভায় এ সব কথা বলেন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন নড়াইল এর আয়োজনে সাংবাদিকদের সাথে নড়াইল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, নড়াইল জেলাকে “স্মাট নড়াইল” গড়ার জন্য সাংবাদিকদের সাথে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সহযোগীতার জন্য আহবান জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক মোঃ শামীমুল হক টুলু, প্রকাশক অ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু