কোম্পানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ /
কোম্পানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে চরফকিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চরফকিরা ইউনিয়নের হানিফ মিয়ার ছেলে ওমর ফারুক সাদ্দাম (৩০), একই ইউনিয়নের মৃত জসিম উদ্দিনের ছেলে রাকিব উদ্দিন রাজিব (৩৫) ও মোস্তফার ছেলে আব্দুল আল নোমান হৃদয় (৩২)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ