রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাড়ইপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা চাঁদার দাবীতে মিরাজ ভূঁইয়ার স্ত্রী রহিমা বেগম (৬০) এর ঘর-বাড়ী ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাজবাড়ী থানায় রহিমা বেগম অভিযোগ দায়ের করে। খানখানাপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে।
রহিমা বেগম জানান, গত ১৬/০১/১৯৯৭ সালে ৪ হাজার টাকার বিনিময়ে তার চাচা খলিল রাড়ীর নিকট থেকে ৪ শতাংশ জমি বাড়ী করার জন্য স্ট্যাম্পের মাধ্যমে নেয় মোট সাড়ে ১৩ শতাংশ জমির দখল নিয়ে বসবাস করে।
উক্ত জমির উপর ঘর-বাড়ী তৈরী করে পুত্র সন্তান নিয়ে বসবাস করে। এলাকায় অভাবের তাড়নায় ৭/৮ বছর পূর্বে রহিমা নাবালক ৫ সন্তান নিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল মান্ডা এলাকায় চলে যায়। প্রতি মাসে ১ বার করে বাড়ীতে এসে ঘর-বাড়ী পরিস্কার পরিছন্ন করে পুনরায় আবার চলে যায়। গত ৪ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে কতিপয় সন্ত্রাসীরা তার বসতঘর ভাংচুর করে ও ঘর-বাড়ীর টিন পাশ্ববর্তী রেল-রাস্তার পাশে ফেলে আসে।
রহিমা বেগমের অভিযোগ, সামেলা ও তার সন্তানরা (শামীম ও শাহিন) সহ কতিপয় সন্ত্রাসীদের সহায়তায় ঘর-বাড়ী রাতের অন্ধকারে ভাংচুর করেছে। এ ঘটনার পর তাকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ জাফর আলী বিশ্বাস জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পত্রিকা একাত্তর/ এমএম আলমগীর
আপনার মতামত লিখুন :