“রাইড সেইফ, লাইফ সেইফ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ‘ডোমার বাইক রাইডার্স’ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা এপ্রিল) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী হাফেজিয়া মাদ্রাসায় ‘ডোমার বাইক রাইডার্স’ এর পক্ষ থেকে হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ডোমার বাইক রাইডার্সের উপদেষ্টা মোঃ শাহিনুল ইসলাম বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার বাইক রাইডার্সের সমন্বয়ক মোঃ আমির হামজা, আকাশ ইসলাম কাফি, তৈয়বুর রহমান লিমন, সদস্য রাকিবুল আহমেদ রিমন, হাবিব ইসলাম, হাসান, আজিবুল ইসলাম প্রমূখ সহ পাঙ্গা চৌপথী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
পরে, হাফেজ ছাত্র ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের সাথে ইফতার করেন ডোমার বাইক রাইডার্সের সদস্যরা।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :