শেরপুরের নালিতাবাড়ীতে ভাড়ায় চালিত সকল যানবাহন চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ মতবিনিময় করেছেন চালক ও মালিকদের সাথে।
রবিবার (০২ মার্চ) দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশ কর্তৃক আয়োজিত তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ইত্যাদি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী সার্কেল অফিসার রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ কুরুনী,ট্রাক, ট্র্যাংকলড়ি, ক্যাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি বাবু অরুণ চন্দ্র সরকার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আকাম হীরা প্রমুখ।
এছাড়াও চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভায় সকল পর্যায়ের শ্রমিক ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, ভ্যান চালকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন