স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ৩১/০৩/২০২৩, ৮:২২ অপরাহ্ণ /
স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামে স্বামীর পরকীয়ার জেরধরে স্ত্রী রোকসানা বেগম হাসি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে উপজেলার মজুমদার বাজারে। হাসি ওই গ্রামের খোরশেদ আকন্দের স্ত্রী। এ ঘটনায় পুলিশ স্বামী খোরশেদকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ১৮ বছর আগে বগুড়ার মালগ্রাম উত্তর পাড়ার ওসমান প্রামানিকের মেয়ে হাসির সাথে খোরশেদের বিয়ে হয়। ওই দম্পত্তির দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে খোরশেদ প্রতিবেশি এক নারী প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই ছিল।

সর্বশেষ গত বুধবার স্বামীর পরকীয়ার জের ধরে মজুমদার বাজারে খোরশেদের ফার্নিচারের দোকানে বাকবিতন্ডার এক পর্যায় হাসি নিজের শরীরে দোকানে থাকা পেট্রোল ঢেলে আগুন লেগে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে গত বৃহস্পতির বিকালে ঢাকায় নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের সন্তানের দাবি তার মা নিজের শরীরে নিজে পেট্রোল ঢেলে আগুন লেগে দিয়েছে।

থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, এনিয়ে নিহতের ভাই ফিরোজ প্রামানিক বাদী হয়ে মামলা করেছে। স্বামী খোরশেদের প্ররোচণায় স্ত্রী আত্মহত্যা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের সন্তাদের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করার জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/  হযরত বেল্লাল