শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলরত অবস্থায় হাবিবুর রহমান (৩৮)নামে একজনকে হাতেনাতে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হাবিবুর রহমান (৩৮) সে বুরুঙ্গা কালাপানি এলাকার উসমান আলীর পুত্র।
জানাযায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় পাহাড়ি রাস্তার পাশের খাল থেকে মিনি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালু ব্যবসায়ী হাবিবুর রহমান। এমন সংবাদে বুধবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।আটককৃত হাবিবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকসহ পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর/ মনোয়ার হোসেন