patrika71
ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৮৮২.৩ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, মনিরামপুর
মার্চ ২৯, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

২৯ মার্চ ২০২৩ যশোর-বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর মোড় হতে ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিমের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলগামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করেন।

তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামী মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাংবাদিক এবং সাধারন জনগনের উপস্থিতিতে ০৪ (চার) টা স্বর্ণের বার, ওজন ৮৮২.৩ গ্রাম, মূল্য অনুমান ৮০,০০,০০০/= (আশি লক্ষ) টাকা উদ্ধার করেন।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ
(১) আলামিন হোসেন (২৭), পিতা- শহীদুল ইসলাম, সাং- ঘিবা, থানা- বেনাপোল, জেলা-যশোর।
(২) মহিবুল (৩৩), পিতা- আওয়াল মোল্লা, সাং- জয়পুর, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল।

উদ্ধারকৃত মালামালের বিবরনঃ
ক) ৮৮২.৩ গ্রাম ওজনের স্বর্নের বার ০৪ (চার) টা।
খ) একটা মোটরসাইকেল।

পত্রিকা একাত্তর/  কে,এম,মোজাপ্ফার