নীলফামারীর ডোমারে দুইদিন ব্যাপী ভিএ ইন্টারভিউয়ার প্রশিক্ষণের আওতায় ‘স্মার্ট ভারবাল অটোপসি’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ।
সোমবার (২৭শে মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এর সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় প্রশিক্ষণ প্রদান করেন—স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মফিজুল ইসলাম, ডাঃ নাহিদা তাসনিম ও ডাঃ কামরুল হাসান নোবেল। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল ২৮শে মার্চ (মঙ্গলবার) পর্যন্ত চলবে দুইদিন ব্যাপী ভিএ ইন্টারভিউয়ার প্রশিক্ষণের আওতাধীন স্মার্ট ভারবাল অটোপসি প্রশিক্ষণ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :