চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে মোঃ ইমন (৩৩) ও মোঃ আব্দুল ওহাব (৬৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
চন্দনাইশ থানা পুলিশ সুত্রে জানাযায় সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে এস আই (নি:) মো: হাছান উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ চন্দনাইশ উপজেলার ৬নং বৈলতলী ইউনিয়নে উত্তর জাফরাবাদ ৯নং ওয়ার্ড কানামুইন্যার পরিত্যক্ত পাকা বাড়িতে আসামীর দেহ তল্লাশী করে ৫শত২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইমন নামের ১ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৬নং বৈলতলী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের বৈলতলী জাফরাবাদ (মাঝির পাড়া) এলাকার মৃত লোকমানের ছেলে।
অপরদিকে, সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে থানার এসআই (নি:) মো: ইউনুস আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের সামনের রাস্তায় উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হানিফ পরিবহন (যার রেজিঃ নং-ঢাকা-মেট্টো-ব-১৪-৮৯৬৯) বাসের যাত্রী সীট নং-জি-২ তে বসে থাকা আসামীকে তল্লাশী করে ১হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আব্দুল ওহাব নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল ওহাব গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালতলী (আশরাফ আলী পাড়া) এলাকার মৃত আশরাফ আলী আশ্রাব আলীর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন