patrika71
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় সাংবাদিকে প্রাণনাশের হুমকি

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা
মার্চ ২৫, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটায় ভুল বসত একটি নম্বরে কিছু টাকা চলে গেলে সেই টাকা ফেরত পেতে ওই নম্বরে ফোন দেয় সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ। ফোনে কথা বলার সময় এক পর্যায় কাটাকাটি শুরু হয় এবং সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে প্রাণনাশের হুমকি দেয় ওই নম্বরের মালিক।

শুক্রবার বেলা ১১ টার দিকে ওই নম্বরে ফোন দিয়ে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে আটটার দিকে তার ফোনে টাকা ফ্লাক্সি করতে গিয়ে ভুল বসত 01710772926 নম্বরে কিছু টাকা ভুলে চলে। তখন ওই নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কেউ ফোন ধরেনি।

এই ঘটনায় সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ বললে, বৃহস্পতিবার রাতে তার ফোনে টাকা ফ্লাক্সি করতে গিয়ে ভুল বসত অন্য নম্বরে টাকা চলে যায়। তখন ওই নম্বরের যোগাযোগ করলে ফোনটি কেউ ধরেনি। পরবর্তীতে শুক্রবার বেলা এগারোটা দিকে ওই নম্বর ফোন দিলে তার কোন কথা না শুনে উল্টো অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাঁজা ব্যবসায়ী বলে আখ্যায়িত করে। কথা কাটাকাটির একপর্যায়ে দিনের বেলা বাসা থেকে তুলে নিয়ে টুকরো টুকরো করে নদীতে ফেলিয়ে দেওয়ার হুমকি দেয়।

ওই ফোন নম্বরের মালিকের পরিচয় জানার চেষ্টা করলে তিনি বলেন, তার মঠবাড়িয়া উপজেলার আঙ্গুল কাটা এলাকায় ও পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে বাদুরতলা গ্রামে মোট দুইটি বাড়ি রয়েছে।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, এমন একটি বিষয় শুনেছি কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম