বাগেরহাট পৌরসভাধীন বড়বাজারস্থ রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেল (আবাসিক) এর ৪র্থ তলায় ৭ নং কক্ষে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ একজনকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
২৩ মার্চ দুপুরে অভিযান চালিয়ে ১৮ টি ১০০০ টাকার জাল নোট,জাল নোট তৈরির সরঞ্জাম সহ পিরোজপুর জেলার মোশারেফ মৃধাকে আটক করে।
জেলা পুলিশ মিডিয়া সেল এর প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম জানান জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের প্রানকেন্দ্র রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলে অভিযান চালিয়ে ১০০০ টাকার ১৮ টি জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম, স্বচ্চ গ্লাস ৪ পিচ, ২টি বোতল, যাহাতে তরল জাতীয় পদার্থ ছিলো। যাহা জাল টাকা তৈরী কাজে ব্যবহার মর্মে ধৃত আসামী জানায়। অপরাধী মোশারেফ মৃধাকে আটক করে।পরবর্তী আইনগত ব্যাবস্হার জন্য কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
পত্রিকা একাত্তর/ আবু তালেব