নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে চাঞ্চল্যকর রেনু হত্যাকাণ্ডের ঘাতক স্বামী ও হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফা বুলুকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২২শে মার্চ) ডোমার থানার বিশেষ অভিযানে ভোগডাবুরী ইউনিয়নের গোসাইগঞ্জের কারেঙ্গাতলী গ্রামে স্বামী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের একমাত্র আসামি গোলাম মোস্তফা বুলু (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি গোলাম মোস্তফা বুলু (৩৭) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল কুদ্দুস লেনের মৃত বারিয়াশা ওরফে ঝরিয়াশার পুত্র।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তারকৃত আসামি গোলাম মোস্তফা বুলুকে আদালতে সোপর্দের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গতবছরের ২৭শে ডিসেম্বর দিবাগত রাতে ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামে শ্বশুরবাড়িতে একাকী ঘরে স্বামী গোলাম মোস্তফা বুলু স্ত্রী রেনু আক্তারকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। হত্যার ঘটনায় রেনু আক্তারের পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে ২৮ ডিসেম্বর ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪।
পত্রিকা একাত্তর/ রিশাদ