স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে কমিউনিটি ক্লিনিকে মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩শে মার্চ) উপজেলার বামুনিয়া ইউনিয়নের ফুলিবাড়ী কমিউনিটি ক্লিনিকে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ভায়া ক্যাম্প পরিদর্শন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাব-ইন্সপেক্টর সুজিত রায় প্রমূখ।
ভায়া ক্যাম্পে উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৩০-৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ