“হ্যাঁ! আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে পারি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’।
বৃহস্পতিবার (২৩শে মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘বিশ্ব যক্ষ্মা দিবস-২০২৩’ উপলক্ষ্যে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ