নীলফামারী জেলার শতবর্ষী বিদ্যাপীঠ ‘ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়’ এর ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২শে মার্চ) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মামুনুর রশিদ বসুনিয়া সজিব, উজ্জল কানজিলাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন প্রমূখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পত্রিকা একাত্তর/ রিশাদ