চতুর্থ পর্যায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গৃহহীনদের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ পেল ২৮৯ জন গৃহহীন অসহায় পরিবার।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে জমির দলিল ও ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদ আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের পরিমান ১ হাজার ৬৯১টি। এর মধ্যে ইতিমধ্যে উপজেলার ১ হাজার ১৯২ জন গৃহহীনের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার ২৮৯ জন গৃহহীনের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়। বাকী ২১১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :