বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছেন। সময়মতো বিনামূল্যে বই বিতরণ স্কুল কলেজের ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান রয়েছে।
তিনি আরো বলেন সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামগত উন্নয়নসহ শিক্ষার মান্নোয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি ২২ শে মার্চ বুধবার দুপুর ১২ টায় শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, স্কুল ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য একেএম আসাদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শিল্পী বেগম।
স্কুলের সহকারী শিক্ষক পথিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন যুথি, নবাগত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে ফারজানা আক্তার, সুমাইয়া খাতুন প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, শেরপুর মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, শেরপুর সরকারী ডিজি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ