জাতির শ্রেষ্ঠ সন্তানদ বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ” এর নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং কর্মকর্তা মোঃ পূবন আখতার গত ১৬ই মার্চ তফশিল ঘোষণা করেন। নির্বাচনটির ভোটগ্রহণ আগামী ১৩ই মে তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৯শে মার্চ) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। উক্ত ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ ২২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি করা হবে এবং ২রা এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী তফশিল অনু্যায়ী, মনোনয়নপত্র দাখিল ৫ই এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ৯ই এপ্রিল, প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ১১ই এপ্রিল, আপিল নিষ্পত্তি ১৩ই এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ই এপ্রিল, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৭ই এপ্রিল, প্রতীক বরাদ্দ ১৮ই এপ্রিল এবং ভোটগ্রহণ ১৩ই মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের গত নির্বাচনে কমান্ডার নির্বাচিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :