ডোমারে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৯/০৩/২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ /
ডোমারে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ট্যাবলেট সেবনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আজ।

রোববার (১৯শে মার্চ) সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় কৃমিনাশক ট্যাবলেট সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কিত বক্তব্য রাখেন—ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক বাবু, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ