স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদে পুষ্টি বিষয়ে প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (১৯শে মার্চ) সকালে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত পুষ্টি বিষয়ে প্রচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসময় বক্তব্য প্রদান করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমূখ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :