রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে প্রশাসকের মতবিনিময় সভা


জেলা প্রতিনিধি, বাগেরহাট প্রকাশের সময় : ১৮/০৩/২০২৩, ৮:৪০ অপরাহ্ণ /
রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে প্রশাসকের মতবিনিময় সভা

আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাগেরহাটে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস এর উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস এর সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল –আসাদ।

চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস সংগঠনের সভাপতি শেখ লিয়াকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চেম্বার অব কমার্সের পরিচালক সরদার আবু সাঈদ, কাঁচামাল বাজারের সভাপতি সাহেব সরদার, চেম্বার অব কমার্সের সচিব নুরুল আলম পিন্টু, মোদি মনোহারি সভাপতি অমল সাহা, চাউল ব্যবসায়ী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মাংস ব্যবসায়ী আব্দুস সালাম, নিক্সন মার্কেটের সভাপতি জাকির হোসেন, কসমেটিক্স এর সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা সহ জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন , পবিত্র মাহে রমজানে কোন প্রকার খাদ্য দ্রব্যের দাম বাড়ানো যাবে না। খাদ্যদ্রব্যে কোন প্রকার রঙ ব্যবহার করা যাবে না এবং পোড়া তেল শরীরের জন্য ক্ষতিকর তাই হোটেল ব্যবসায়ীদের খাবারে পোড়া তেল ব্যবহার না করার পরামর্শ দেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। ব্যবসায়ীরা যদি সচেতন হয় তাহলে প্রশাসনের কঠোরতা প্রয়োজন হয় না। তবে যারা অসাধু উপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে পাইকারী থেকে খুচরা পর্যন্ত পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা কোন ভাউচার দেখাতে পারে না। ফলে ইচ্ছামত দাম বৃদ্ধি করে তারা। তাই ক্রয়-বিক্রয়ের ভাউচার ছাড়া যারা অতি মুনাফার লোভে ব্যবসা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

পত্রিকা একাত্তর/ আবু তালেব