ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রনেতা ড.এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি লিজেন্ড ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার বেলকা এম সি উচ্চ বিদ্যালয়ে মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ধর্মপুর একাদশ বনাম মজুমদার একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় মজুমদার একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক মিজানুর রহমান, কাওছার আযম হান্নু, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহীন, বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পাটির সভাপতি, সরওসার হোসেন বাবু, যুবসংহতীর সভাপতি সাইদুর রহমান, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি প্রমূখ। শেষে টুর্ণামেন্টে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :