হত্যা মামলার আসামি যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ৩৫ বছর পালিয়ে থাকার পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় র্যাব ১৪।
গ্রেপ্তারকৃত আসামি এলাহান ওরফে এনামুল মো. জুয়েল (৬৫) । তাঁর বাড়ি মেলান্দহ উপজেলার নলেরচর (চরপলিশা) এলাকায়। ওই এলাকার মৃত উমেদ আলীর ছেলে তিনি।
দীর্ঘ ৩৫ বছর পালিয়ে থাকা অবস্থায় তিনি নাম পরিবর্তন করে ভূয়া জাতীয় পরিচয় পত্র করেন। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে চাকুরী, শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিল।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা এলাকায় কয়েকজন মিলে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। পরে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে পেনাল কোড- ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৯৯০ সালে জামালপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক খন্দকার আবু বক্কর আসামি এলাহান ওরফে এনামুল হক মো. জুয়েল (৬৫)কে পেনাল কোড- ৩০২/৩৪ ধারায় দোষী সাবস্থ করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
জামালপুরে র্যাবের ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ঢাকা ডিএমপি এর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকা হতে আসামীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অপরাধের সত্যতা স্বীকার করেন। আসামিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ সাকিব আল হাসান
আপনার মতামত লিখুন :