যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবীতে ১৬ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি গৌরীপুর পৌরশহর প্রদক্ষিন শেষে উত্তর বাজার মোড়ে এসে একটি প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা যুবদলের সদস্য পৌর কাউন্সিলর জিয়া উর রহমান জিয়া, মোস্তাফিজুর রহমান হানিফ, যুবনেতা মারফত, হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল, মজিবুর রহমান, হারুন, রিপন, তৌহিদ, জুয়েল, টুটুল ও খাইরুল প্রমুখ।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির