patrika71
ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

যুব ফোরামের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
মার্চ ১১, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে জেলা যুব ফোরামের কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) লালমনিরহাট সাধারণ পাঠাগারে কর্মশালার মাধ্যমে জেলা যুব ফোরামের কমিটি গঠন করা হয়।

কর্মশালার আয়োজক তারূন্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন ও সারপুকুর যুব পাঠাগারের পরিচালক জামাল হোসেনের সঞ্চালনায় ভলান্টিয়ারী সার্ভিস ওভারসীস (ভিএসও) বাংলাদেশের ইউথ ইনগেজমেন্ট ফোকাল পারসন নাহিদা সুলতানা দীপা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

এসময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, ভিএসও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াছ আলী, পাঁচ উপজেলার যুব সংগঠক, উদ্যোক্তা, সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কর্মশালায় কমিটি গঠনের পাশাপাশি জেলা যুব ফোরামের আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, ভালো জিনিস প্রচার না করা অপরাধ। আপনার সচেতনতামুলক একটা পোস্টের মাধ্যমেই হাজার হাজার মানুষ উৎসাহী হতে পারে।

তিনি আরও বলেন, স্ববিরোধী কাজ করলে কখনোই সমাজে ভালো কাজ করা সম্ভব নয়। বড় পরিসরে স্বেচ্ছাসেবা দিতে হলে স্বেচ্ছাসেবকের পরিধি বড় করতে হবে, তবেই দেশের সর্বত্র স্বেচ্ছাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান