নোয়াখালী কোম্পানীগঞ্জে আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের গডফাদার নিজাম উদ্দিন প্রকাশ ওরুফে নিজাম ডাকাতসহ চোর সিন্ডিকেটের ৪ আসামীকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ০২টি গরু, ০১টি পিকআপ ও ০২টি মোটরসাইকেল উদ্ধারকরা হয়।
আটককৃতরা হলেন,চরপার্বতী ইউপির আব্দুল মোতালেব লিটন (৩০),চরদরবেশ ইউপি রমজান আলী(৩২), চরফকিরা ইউপির নিজাম উদ্দিন (৪৫) ও মোঃ সেলিম (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে কোম্পানীগঞ্জ থানা এলাকায় বেশ কিছু গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর সিন্ডিকেটকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশী তৎপরতা জোরদার করতঃ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২২ইং,ধারা-৪৫৭/৩৮০/৪১১পেনাল কোড এর চুরি যাওয়া ০৪টি গরু উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চরপার্বতী ইউপির কে.টি.এম.হাট হইতে আসামী আব্দুল মোতালেব লিটন (৩০), পিতা-আব্দুল আলী, সাং-চর সাহাবিকারী, ০৫নং ওয়ার্ড, রমজান আলীর বাড়ী, ০৫নং চরদরবেশ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, এ/পিঃ- কেটিএম হাট (সাহাব উদ্দিন আর্মির বাড়ী/ওবায়দুল হকের মেয়ের জামাই) থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় যে, তারদের সঙ্গী আসামী মোঃ নিজাম উদ্দিন (৪৫) পিতা-মৃত অজি উল্যাহ মাঝি, মাতা-মৃত বিয়াধনী বেগম, সাং-চরফকিরা, ০৬নং ওয়ার্ড, (আদর্শ নগর), থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী এবং আসামী মোঃ সেলিম (৪৩) পিতা-মৃত জুলফু মিয়া, সাং-বাটনাতলী, ০৯নং ওয়ার্ড, ইউসুফ ড্রাইভারের বাড়ী, থানা-মানিকছড়ি, জেলা-খাগড়াছড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় অবস্থান করতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সেকে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় আসামী মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ সেলিমকে ধওয়া করে এবং তাদের হেফাজতে থাকা ০১টি হলুদ রংয়ের পিক-আপ গাড়ী, একটি তালা কাটার যন্ত্র, ০২টি রাবার ম্যাট উদ্ধার করা হয়।
নিজাম উদ্দিন এবং মোঃ সেলিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জানান যে, তাদের সূত্রোক্ত মামলার চোরাইকৃত ০৪টি গরুর মধ্যে ০২টি গরু ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় মোঃ নূর আলম (৪৫) পিতা-মৃত মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, সাং-আহাম্মদপুর ০৩নং ওয়ার্ড, (সামছু কোম্পানীর মুরগী খামারের পাশে) ০৮নং আমিরাবাদ ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এর নিকট বিক্রি করে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশের সহায়তায় এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সোনাগাজী থানা এলাকায় হইতে মোঃ নূর আলম’কে ০২টি চোরাইকৃত গরুসহ গ্রেফতার করা হয়।
ইতিপূর্বে এই মামলার ঘটনার সাথে জড়িত আসামী খোকন (৩৫), পিতা-সুলতান আহাম্মদ, সাং-চরএলাহী, ১নং ওয়ার্ড, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে ০১টি নীল রংয়ের পিকআপ গাড়ী, ০১টি তালা কাটার যন্ত্র, ০২টি মোটর সাইকেল, ০৩টি রাবার ম্যাট এবং চোরাইকৃত গরু বিক্রির নগদ ১,৪০,০০০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদেরকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ