যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে গোহাটা রোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম হুমায়ুন, সৈয়দ রাশেদুল হাসান লিংকন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদলের সাধারণ সম্পাদক মুন্নার মুক্তির দাবি জানান।
এর আগে মুন্নাকে গ্রেফতার করে শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ