২০২২ সনে তারা ইসলাম ধর্মগ্রহন করলেও বিষয়টি এতোদিন গোপন ছিল। মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) পবিত্র শবে বরাতের রাতে ওই পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে নামাজ আদায় করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এ খবরটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় মুসলমানগণ তাদেরকে অভিনন্দন জানান। এ রকম ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে।
সনাতন ধর্মালম্বী মানিক লাল রবিদাস (৬০)সহ তার পরিবারের আট সদস্য ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
জানা গেছে মানিক লাল রবিদাস স্থানীয় বাজারে একজন বাই-সাইকেল মেকানিক ছিলেন। গত বছর ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে তিনি ও তার স্ত্রী, ছেলে-মেয়েসহ সাতজন ধর্মান্তরিত হন। এর আগে সৌদি প্রবাসী ছেলে সুমন চন্দ্র দাস ২০১৬ সনে ইসলাম ধর্ম গ্রহন করেন।
যারা ইসলাম ধর্ম গ্রহন করেছেন: মানিক লাল রবিদাস মোঃ মানিক মিয়া, তার স্ত্রী শ্রীমতি নিয়তি রানী-মোছাঃ ফাতেমা আক্তার, ছেলে সুমন চন্দ্র দাস- সুমন মিয়া, সুজন রবিদাস সিয়াম আহম্মেদ সুজন, হৃদয় চন্দ্র দাস-মোঃ হৃদয় হাসান, মনির চন্দ্র দাস- মাহিম আহমেদ মনির, দুর্জয় চন্দ্র দাস- আইমান আহমেদ ও মেয়ে সীমা রানী-জান্নাতুল মাওহা।
মানিক মিয়া জানান- তিনি এবং তাঁর পরিবারের লোকজন আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। স্থানীয় মুসলমানদের ধর্মীয় বিভিন্ন যোগদান করে তারা বুঝতে পারেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের দুনিয়া ও আখেরাতের একমাত্র মুক্তির পথ। তাই আদালতে এফিডেভিট করে ও মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
বিষয়টি এতোদিন তারা গোপন রেখেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় মসজিদে পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের পর ঘটনাটি জানাজানি হয়।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির