জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যোগ্য নেতৃত্ব ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যেই সংগঠনটি এ দেশের শান্তিপ্রিয় যুবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা কারচুপি করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জেলা পরামর্শ পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
আজ বুধবার ৮ই মার্চ লক্ষ্মীপুর শহরে জামিয়া মাদানীয়া অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা পরামর্শ পরিষদের চলতি সেশনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোখলেছুর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এইচ.এম.ইসমাঈল সিরাজী সঞ্চালনায় এ অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ২০২৩-২৪ সেশনের পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ করা হয়। থানা থেকে আগত পরামর্শ পরিষদের সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে কর্মমুখর পূর্ণ দিবস অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন বলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জাতিকে কোয়ালিটিফুল নেতৃত্ব উপহার দিচ্ছে। জ্ঞানার্জন, কর্মচাঞ্চল্য, আমল-আখলাক এবং ইসলাম ও দেশের প্রতি দায়বদ্ধতায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শ স্থাপন করেছে। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই দেশ ও জাতির জন্য বিস্তৃত খেদমত আঞ্জাম দেবে বলে আমরা আশাবাদী। উক্ত পরামর্শ পরিষদে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন,প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ.এম.আবুল হাসান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শূরা সদস্য মোঃ মোফাচ্ছেল খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অধিবেশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার পরামর্শ পরিষদের প্রায় পঞ্চাশ সদস্যের উপস্থিতিতে সংগঠনের জেলা কর্মপরিষদের বিভাগীয় সম্পাদকগন তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং পরামর্শ পরিষদের সদস্যদের পরামর্শের ভিত্তিতে তা অনুমোদন করা হয়। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বৈশ্বিক জলবায়ু বিপর্যয়, আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির প্রতি লক্ষ্য রাখা হয়েছে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ