“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুরে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১১ টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এবং ব্রাক এনজিও অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদিত্য কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ আলহাজ্ব মেসবাউল হক, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেষ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিওয়াইএফসি’র প্রোগ্রামার ম্যানেজার অসিত চৌকিদার, সহকারি প্রোগ্রামার অফিসার পাপিয়া নাসরিন, বিরামপুর এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমূখ।
পত্রিকা একাত্তর/ এবিএম মুছা